বাঘাইছড়িতে ছাত্র বলাৎকারের দায়ে শিক্ষক আটক
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের এফ ব্লক এলাকায় হেফজ বিভাগের ৯ বছর বয়সী শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাসেমিয়া ইসমাঈলিয়া মাহমুদিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষক দেলোয়ার হোসেন(৩০) কে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১১টার দিকে এফ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বলাৎকারের শিকার ছাত্রের বাবার লিখিত অভিযোগ পেয়ে তাকে আটক করে রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।
ছেলেকে দীর্ঘদিন ধরে ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক বলাৎকারের বিষয়টি উল্লেখ করে সঠিক বিচার চান তিনি।
এ বিষয়ে হাসেমিয়া ইসমাঈলিয়া মাহমুদিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।