বাঘাইছড়িতে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৬ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার চৌমুহনী বাজার ও উপজেলা সদর মসজিদ মার্কেটের ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও ছিন্নমূল মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা।
এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুনসহ স্থানীয় আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হতদরিদ্র, দুস্থ পরিবারের জন্য এমন মহতী উদ্যোগ নেয়ায় উপজেলা আওয়ামী লীগের ভূয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ।