parbattanews

বাঘাইছড়িতে জেএসএস নেতা হত্যার ৪ দিন পর মামলা

নিহত জেএসএস নেতা সুরেশ কান্তি চাকমা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সুরেশ চন্দ্র চাকমা (৫৫) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি কমিটির (জেএসএস) এক সদস্যকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে গত শুক্রবার ভোর ৪টার দিকে।।

নিহতের চার দিন পর পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের না করাই বাঘাইছড়ি থানার এসআই মো আল আসাদ বাদী হয়ে ১০ জন অজ্ঞাত আসামি করে আজ হত্যা মামলা দায়ের করেন।

গত ১৭/০৯/২০২১ উপজেলার সুরেশ কান্তি চাকমা (৫৬) ওরফে জীবেশ চাকমা হত্যাকাণ্ডের পর আপনজন কেউ মামলা না করায়, আজ ২০/০৯/২০২১ বাঘাইছড়ি থানার পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং- ০১/২৭,ধারা-১৪১/৪৪৮/৩০২/২০১/৩৪ দন্ড বিধি -১৮৬০ সালের আইনে মামলা রুজু করা হয়।

এব্যাপারে বাঘাইছড়ি থানার এসআই মো. আল আসাদ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহতের লাশ বাঘাইছড়ি থানার পুলিশ উদ্ধার করেছে। পরিবার পক্ষ থেকে কেউ মামলা করতে না আসায় বাঘাইছড়ি থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।।

Exit mobile version