parbattanews

বাঘাইছড়িতে তারেক জিয়ার ৫৫তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তারেক রহমানের জন্মদিন পালন করা হয়

বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা যুবদলের সভাপতি আবদুল সবুর, সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন। আরো উপস্থিত ছিলেন পৌর যুবদল, কলেজ ছাত্রদল, শ্রমিকদল ও অংগ সংগঠন কর্মীরা।

বক্তারা বলেন, তারেক রহমানকে দেশে প্রবেশ করতে দিচ্ছে না সরকার। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি কামনা করে আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান করেন তারা।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয় সভায়।

Exit mobile version