parbattanews

বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা

বাঘাইছড়ি প্রতিনিধি:

‘বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ, স্বাস্থ্য, মেধা, সমৃদ্ধির বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮”।

বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের চিন্তারামছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে স্কুল ফিডিং এর আয়োজন করে বাঘাইছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সুমিতা চাকমা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রবাল চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রতিদিন একটি করে ডিম ও এক গ্লাস দুধ খাওয়ার উপকারিতার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হয়। অনুষ্ঠান শেষে সবার মাঝে ডিম বিতরণ করা হয়।

Exit mobile version