Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

বাঘাইছড়িতে বিএনপির মিছিলে হামলায় আহত ১৮

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়িতে বিএনপির বিজয় দিবসের মিছিলে আ’লীগের হামলায় ১৮জন আহত হয়েছে।

মহান বিজয় দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে বাঘাইছড়ি উপজেলার বিএনপি নেতৃবৃন্দ সকাল সাড়ে আট ঘটিকার সময় চৌমুহনী  বিএনপি অফিসের সামনে জড়ো হতে থাকে।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, উপর দিক বটতলী থেকে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলার  পরিষদের সামনে প্রবেশ করার সাথে সাথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলের উপর ধাওয়া করলে এতে বিএনপির ও সহযোগী সংগঠনের ১৭ জন এবং পৌর ছাত্রলীগের ১ জন-সহ মোট ১৮জন আহত হয়)

আহতরা হলেন, ১) মোহাম্মদ ওমর ফারুক, পিতা. মো. রফিক, সিনিয়র সহ-সভাপতি পৌর যুবদল ২) মোহাম্মদ নিজাম উদ্দিন বাবু, পিতা-আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি। ৩) মো. রুবেল, পিতা-রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাচালং কলেজ শাখা ছাত্রদল। ৪) মোহাম্মদ নুর কবির, পিতা- মো. আবদুল হাই, সদস্য কলেজ শাখা ছাত্রদল। ৫) মোহাম্মদ ইলিয়াছ, পিতা-  মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক যুবদল পৌর শাখা কমিটি। ৬) মো. মমিন, পিতা -আবুল আলিম, সদস্য পৌর ছাত্রদল। ৭) মোহাম্মদ নিজাম উদ্দিন, পিতা- মো. অলিউল্লাহ কলেজ শাখা ছাত্রদল সদস্য। ৮) মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিতা- মো. সৈয়দ, সভাপতি কলেজ শাখা ছাত্রদল। ৯) মোহাম্মদ মোহর আলী, পিতা- মোশারফ হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক কলেজ ছাত্রদল। ১০) মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা- মো. রফিক মিয়া, বিএনপি সমর্থক। ১১) মো. মোক্তার হোসেন, পিতা- মো. জামাল মেম্বর, স্বেচ্ছাসেবক দলের সদস্য। ১২) মো. হামিদ, পিতা -মৃত মোহাম্মদ আমির হোসেন, সভাপতি মারিশ্যা বিএনপি। ১৩) মো. আলমগীর, পিতা- মো. ইউসুফ আলী, যুবদলের সদস্য। ১৪) মোহাম্মদ ইকবাল হোসেন, পিতা –মো. আশরাফ আলী, ছাত্রদল সদস্য। ১৫) মোহাম্মদ করিম, পিতা- মৃত আব্দুল কুদ্দুস, যুবদলের সদস্য। ১৬) মোহাম্মদ রবিউল হোসেন, পিতা- মো. আব্দুল মজিদ, যুবদল সদস্য। ১৭) মোহাম্মদ মিজানুর রহমান, পিতা. বদির আলম, বাঘাইছড়ি ইউনিয়ন ছাত্রদল সদস্য। ১৮ রিপন পিতা আবদুর জব্বর খান, পৌর ছাত্রলীগ সদস্য।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ ফুল দিয়ে চলে যাওয়ার পর আমরা পার্টি অফিসে জড়ো হয়ে ফুলের তোড়া নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এমন সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা লাঠিসোটা ইটা দিয়ে  আমাদের উপর হামলা করে। বটতলী থেকে বিক্ষোভ নিয়ে উপজেলা সদরে আসলে সে খানেও  লাঠিসোটা দিয়ে হামলা করে আমাদের ২০ নেতা-কর্মী হাসপাতালে ভর্তি রয়েছে, আহত করে ২ জনকে খাগড়াছড়ি রেফার করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির লোকজন আমাদের উপর হামলা করে। আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন