parbattanews

বাঘাইছড়িতে ব্রাশফায়ারে সাত হত্যাকাণ্ডের ৪৮ঘন্টা পর মামলা

বাঘাইছড়ি প্রতিনিধি:

উপজেলার নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে ফেরার পথে ১১ কিলো নামক স্হানে ব্রাশ ফায়ারে নিহত ৭ জন, আহত ২৭ জনের ঘটনায় দীর্ঘ ৪৮ঘন্টা পর বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) বাঘাইছড়ি থানায় পুলিশের এসআই আক্তার আলী বাদী হয়ে ৪০-৫০ জনকে অজ্ঞাত নামে মামলাটি করেন।

বাঘাইছড়ি থানায় ২০/০৩/২০১৯ইং তারিখে মামলা নং- ০২ বাংলাদেশ দন্ড বিধির ১৪৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ৩৪ ধারায় মামলাটি নথিনিবন্ধ করা হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এমএ মন্জুর।

তিনি আরও বলেন, আশাকারি মামলাটি দায়ের এর পর থেকে আসামীদের ধরতে সহজ হবে। আসামীদের ধরতে পুলিশের পাশাপাশি  বিজিবিসহ বিভিন্ন নিরাপত্তা কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন বলেও যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কংলাক মাচালং ও বাঘাইহাট ভোট কেন্দ্র থেকে উপজেলায় ফেরার সময় উপজাতি সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ ভোটের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ব্রাশ ফায়ারে ৭ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়।

Exit mobile version