parbattanews

বাঘাইছড়িতে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ

‘নবীনের চেতনা হোক অধিকারের প্রত্যয়ে আন্দোলনের অঙ্গীকার’, এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ বাঘাইছড়ি শাখা।

বুধবার (১৫ মার্চ) সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি সারোয়াতলী ইউনিয়নের সিজুগ কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবীন ছাত্র-ছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সভাপতি শ্রী পিয়েল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির সাবেক সাংসদ সদস্য ও জনসংহতি সমিতির সহ-সভাপতি শ্রী ঊষাতন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিজুগ কলেজের অধ্যক্ষ শুভাষ দত্ত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি জিকো চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মেলানোচিং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন ছাত্র-ছাত্রী পড়াশোনার পাশাপাশি নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি ভিডিওতে দেখুন:

বাঘাইছড়িতে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ

Exit mobile version