parbattanews

বাঘাইছড়িতে শেখ কামাল আন্ত:স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপ্তি

রাঙামাটির বাঘাইছড়িতে শেষ হয়েছে শেখ কামাল আন্ত:স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা ক্রীড়াসংস্থার মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ১টি মাদ্রাসা ও ১৫টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা। পরে মশাল হাতে মাঠ পদক্ষিণ করে আনুষ্ঠানিকতা শুরু করে কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আফ্রিদি রহমান (স্বপ্ন)। পরে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। এর পরেই শুরু হয় মূল প্রতিযোগিতায় অংশ নেয়া ছাত্রছাত্রীদের ১০০ থেকে ১৫০০ মিটারের দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপসহ হাই ও লং জাম্প।

এরপর বিকাল ৪টায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। স্থানীয় পৌর কাউন্সিলর এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version