বাঘাইছড়িতে ‘স’ মিলে আগুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আগুনে ‘স’ মিল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৪অক্টোবর) সকালে উপজেলার পৌর এলাকার মাদ্রাসাপাড়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাঘাইছড়ি পৌর শহরের মাদ্র্রাসাপাড়া এলাকায় আবুল হোসেন এর ‘স’ মিলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল কাইয়ুম, মারিশ্যা ২৭বিজিবি প্রতিনিধি দল।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবকিছু খোঁজ-খবর নিয়েছি। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাটি দেশের সবচেয়ে বড় উপজেলা এবং দুর্গম এলাকা। এখানে ফায়ার সার্ভিস স্টেশন না থাকার কারণে প্রতি বছরে আগুনে জান-মালসহ কয়েককোটি টাকার ক্ষতি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।