parbattanews

বাঘাইছড়িতে ১০০ হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ২ ঘটিকায় আমতলী স্কুল মাঠে ডিএইচ ফাউন্ডেশন এর পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেল চৌধুরী, তার বাবা সুলতান আহম্মেদ (মাস্টার) এবং তার ছোট ভাই আবু জাফর সালেহ এবং স্থানীয় মুরব্বিগণ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রীর মধ্যে ছিলো- চিনি ২ কেজি, আটা ২ কেজি, লবণ ১ কেজি, চাল ৬ কেজি, পেঁয়াজ ২ কেজি, সয়াবিন তেল ২ কেজি, খেজুর ১ কেজি, ট্যাং ১ প্যাকেট বড়, চিরা ১ কেজি। প্রতি প্যাকেটে ছিল প্রায় ১৫০০ টাকার ইফতার সামগ্রী

আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেল চৌধুরী বলেন, ডিএইচ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Exit mobile version