বাঘাইছড়িতে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে যুবক আটক


বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের কাচালং বাজার এলাকায় মসজিদ কলোনিতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে এক কিশোরকে আটক করেছে বাঘাইছড়ি থানার পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ধর্ষিতা শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর মুরাদ হোসেনকে (১৪) আটক করা হয়। সে কাচালং বাজার মসজিদ কলোনি এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
অভিযোগের ভিত্তিতে জানাযায় শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে স্থানীয় কিশোর মুরাদ হোসেন। এরপর ওই শিশুটির হাতে ৫০ টাকা দিয়ে ঘটনাটি কাউকে না জানাতে ভয় দেখায় মুরাদ হোসেন। শিশুটির মা মেয়েকে দীর্ঘক্ষণ ধরে চুপচাপ দেখে সন্দেহ হওয়ায় মায়ের জিজ্ঞাসাবাদে সে সব খুলে বলেন। পরে আলামত দেখতে পেয়ে তাকে দ্রুত বাঘাইছড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
বাঘাইছড়ি অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, শিশুটির পিতা অভিযোগ করার পর দ্রুত অভিযুক্ত কিশোরকে আমরা আটক করি। তাকে আজ (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হবে। ধর্ষিত শিশুটি বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।