বাঘাইছড়ির ঘটনায় বড় শক্তি ইন্ধন দিয়েছে: দীপংকর তালুকদার

fec-image

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, যারা বাঘাইছড়িতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদের কোন বড় শক্তি ইন্ধন দিয়েছে। না হলে তারা এ ধরণের ঘটনা ঘটানোর সাহস পেতো না।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকারের নামে যারা এসব অপকর্ম করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। তারাই পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে বাঁঁধা দিয়েছিলেন। তাদের দাবি- শান্তিচুক্তি বাস্তবায়ন ছাড়া উন্নয়ন করা সম্ভব নয়। কিন্তু উন্নয়ন শান্তিচুক্তি বাস্তবায়নের পথকে মসৃণ করবে।

এমপি দীপংকর তালুকদার জানান, সাজেকে ১০ বেডের কমিউনিটি ক্লিনিক স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের ২১০টি স্কুল জাতীয়করণ করা হয়েছে। এটাই আ’লীগ সরকারের বড় সফলতা।

এমপি আরও জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকরিী বাহিনীর পাশাপাশি আমাদেরও প্রতিহিত করতে হবে। তাহলে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

এসময় জেলা আ’লীগের উপদেষ্টা মো. ইউনুস, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসের রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল উদ্দীন, কাঠাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল সালামসহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন