parbattanews

বাঘাইছড়ি দিঘীনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনায় বাঘাইছড়ি-দিঘীনালা সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত ৮টার দিকে বাঘাইছড়ি দিঘীনালা সড়কের দুই টিলা অজলচোখ বনবিহার ১৭ কিলোমিটার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের ফলে সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পরে। পরে সেনাবাহিনী ও রেডক্রিসেন্ট সদস্যদের চেষ্টায় মোটর-সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে পারছে।

পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, রোববার (৩১ জুলাই) আনুমানিক রাত ৮টার দিকে বাঘাইছড়ি দিঘীনালা সড়কের দুইটিলা এলাকায় বৃষ্টিবাদল ছাড়াই সড়কের উপর পাহাড়ের একটি বড় অংশের মাটি ধসে পড়ে। পরে স্থানীয় রেডক্রিসেন্ট সদস্য ও সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সেনা সদস্যরা সড়কের কিছু মাটি সরিয়ে হালকা যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছে। আপাতত ভারী চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, রাত গভীর হয়ে যাওয়ায় পুরো সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। সকালে বুলডোজারের সহায়তায় মাটি সরানোর কাজ শুরু হলেই সব ধরণের যান চলাচল করতে পারবে।

Exit mobile version