parbattanews

বাঘাইছড়ি হত্যাকাণ্ডের সন্দেহভাজন অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বান্দরবানে অস্ত্রসহ রনজিত চাকমা সনজিত (৩৫) নামে এক সন্দেহভাজন চাদাঁবাজকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে বান্দরবান সদর উপজেলার ২নং রাবার বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত রনজিত চাকমা সনজিত রাঙ্গামাটি জেলার পানছড়ি উপজেলার শান্তিময় চাকমার ছেলে।

জানা যায়, চাদাঁবাজ রনজিত চাকমা সনজিত জেএসএস এর সক্রিয় সদস্য।

বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে ১ জনকে আটক করা হয়েছে।

অস্ত্রসহ একজন আটকের সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সেনাবাহিনীর জি এস টু মেজর মো. ইফতেখার হোসেন।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ তারিখ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে নয় মাইল নামক এলাকায় দুটি চান্দের গাড়ির উপর সন্ত্রাসীরা অতর্কিত ব্রাশ ফায়ার করলে ৭ জন নিহত হন এবং ১৮ জন আহত হয়। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী দৃষ্কৃতিকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করে এরই ধারাবাহিকতায় এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হলো।

Exit mobile version