বাঘাইহাটে অস্ত্রসহ দুই ইউপিডিএফ সন্ত্রাসী আটক


বাঘাইহাট জোনের বিশেষ অভিযানে অস্র সহ দুই ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ৩৬ নং সাজেক ইউনিয়নের ১১ কিলো নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে ১১ কিলো এলাকায় বাঘাইহাট জোন-এর কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসির পরিকল্পনায় লে: আয়মান ইনতিসার মজুমদারের নেতৃত্বে বৃষ্টিতে ভিজে বাঘাইহাট জোনের সেনারা এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা গ্রামের জ্ঞানময় চাকমার ছেলে সুগা চাকমা (৪২) এবং
বাঘাইছড়ি উপজেলার হাজাছড়া গ্রামের কিরণ মোহন চাকমার ছেলে বিন্দুময় চাকমা (৪১) ।
এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় পিস্তল (এলজি) ১টি, কার্তুজ ২টি, এমুনেশন (বল) ৩ রাউন্ড, চাঁদা আদায়ের রশিদ (ল্যামিনিটিং) ১২টি, চাঁদা আদায়ের রশিদ বই ১২টি, নগদ অর্থ ৪০০ টাকা, মোবাইল ফোন ১টি, হিসাবের খাতা ১টি, চাপাতি ১টি, রামদা ১টি, গুলতি/ বাটল ১টি, নোটবুক ৪টি, ব্যাগ ২টি, চাঁদা আদায়ের হিসাবের কাগজ ২১টি, রাফ খাতা বড় ১টি জব্দ করা হয়।
বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, বিগত দিনেও আমারা বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) পন্থী অস্ত্রসহ চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি।
আমাদের কাছে তথ্য রয়েছে, ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জোন কমান্ডার আরও বলেন, ভবিষ্যতেও এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে। দেশের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে।
বাঘাইহাট জোন কোনও অবস্থাতে কোনো সশস্ত্র সন্ত্রাসীকে বা পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বাঘাইহাট জোনের আওতাধীন, যেখানেই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করবে সেখানেই বাঘাইহাট জোন অপারেশন কার্যক্রম পরিচালনা করবে।
পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিদেরকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান বাঘাইহাট জোন কমান্ডার।