বাঘাইহাটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান


রাঙামাটির বাঘাইহাটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ জুলাই) সাজেক ইউনিয়ন পরিষদ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি
জানা যায়, বিজিবির মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বাঘাইহাট বাটালিয়ন (৫৪-বিজিবি) পাহাড়ি ঢলে আশ্রয়কেন্দ্রে, আশ্রয় নেওয়া ৩ শতাধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করেছে।
এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন টিএম খায়রুল বাশার এএমসি ও সহকারী পরিচালক এডি কামাল হোসেন শেখ।
এ ব্যাপারে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ আসাদুজ্জামান পিএসসি বলেন, বিজিবি সর্বদা সীমান্তরক্ষার পাশাপাশি জনগণের মাঝে আস্থার প্রতীক হিসেবে রয়েছে এবং ভবিষ্যতেও আমরা সীমান্তরক্ষার পাশাপাশি জনগণের মধ্যে ও পাশে থেকে কাজ করে যাব।