বাঘাইহাট ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
খাগড়াছড়ির বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার বাঘাইহাট ইউনিয়ন পরিষদ মাঠে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন, বাঘাইহাট ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন টিএম খায়রুল বাশার এএমসি।
এসময় উপস্থিত ছিলেন, বাঘাইহাট ব্যাটালিয়ানের (৫৪বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ আসাদুজ্জামান পিএসসি জি, ও সহকারী পরিচাল এডি মো. কামাল হোসেন শেখ, (কোয়াটার মাস্টার)সহ (৫৪ বিজিবি)।
এসময় বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি জি বলেন, বিজিবি সর্বদা সীমান্তরক্ষার পাশাপাশি জনগণের মাঝে আস্থার প্রতীক হিসেবে রয়েছে এবং ভবিষ্যতেও আমরা সীমান্তরক্ষার পাশাপাশি জনগণের মধ্যে ও পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।