বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি’র বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

fec-image

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে খাদা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাঘাইহাট ইউনিয়ন পরিষদ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন (৫৪বিজিবি) অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি, গত ১৭ আগস্ট হতে প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢলে আশ্রয় কেন্দ্রে, আশ্রয় নেওয়া ৩ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

এ সময় হাজির ছিলেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন, টিএম খায়রুল বাশার এএমসি, ও সহকারী পরিচালনা এডি মো. কামাল হোসেন শেখ, (কোয়ার্টার মাস্টার)সহ (৫৪ বিজিবি) অন্যান্য সদস্যবৃন্দ।

তিনি বলেন, বিজিবি সর্বদা সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের মাঝে আস্থার প্রতীক হিসেবে রয়েছে এবং ভবিষ্যতেও আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের মধ্যে ও পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন