বাঙালহালিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

রাঙামাটি জেলার রাজস্থলীর বাঙালহালিয়া সরকারি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে কলেজের অধ্যক্ষ রফিক মিয়া তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন “তোমাদের এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত ৭ বছর সময়কে খুবই গুরুত্ব দিয়ে মেধাকে কাজে লাগাতে হবে। আর যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারো, তাহলে বাকি ৫০ বছর বেঁচে থাকলেও সেটা তোমার জন্য বৃথা। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খল জীবন ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞানে-গুণে নিজেদের সমৃদ্ধ করার আহবান জানিয়েছেন তিনি।
এসময় শিক্ষার্থীরা ধুমপান, মাদক অপসংস্কৃতি ও অপরাজনীতিতে না জড়ানোর শপথ করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্লাস রুটিন, একাডেমিক ক্যালেন্ডারসহ শিক্ষাসামগ্রী।
এসময় বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাসহ অন্যান্য শিক্ষকমন্ডলি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।