parbattanews

বাঙালি ছাত্র পরিষদের একাংশের পাল্টা কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

সারোয়ান জাহান খাঁনকে সভাপতি, সাহাজুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক ও মো. ইখতিয়ার হোসেন ইমনকে সাংগঠনিক সম্পাদক করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একাংশের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শনিবার রাতে সদ্য গঠিত পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. আল মামুন সংবাদ মাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবী করা হয়, শনিবার সকালে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠনকল্পে চট্টগ্রাম মহানগরস্থ অস্থায়ী কার্যালয়ে পার্বত্য জেলার অধিবাসী অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের নিয়ে গঠিত ঢাকা মহাগনর, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তিন পার্বত্য জেলা, সকল উপজেলা এবং কলেজ কমিটির ৮২ জন কাউন্সিলর নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সকল কাউন্সিলদের সরাসরি ভোটের মাধ্যমে মেধাভিত্তিক সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক ভিত্তি ও ছাত্রত্বকে প্রাধান্য দিয়ে ২০১৭-২০১৮ বর্ষের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নিবার্হী সংসদের উপদেষ্টা সাব্বির আহম্মেদ ও আলমগীর কবির নব গঠিত পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে নির্যাতিত পার্বত্য বাঙালিদের উচ্ছেদের নীল নকশা বিতর্কিত ভূমি রিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী-২০১৬ বাতিল করার দাবী, বৈষম্যমূলক উপজাতি কোটা বাতিলের আন্দোলনসহ আট দফা দাবী বাস্তবায়নের আন্দোলন সংগ্রামে এগ্রিয়ে নেওয়ার আহবান জানানো হয়।

Exit mobile version