parbattanews

বাঙালি জাতিকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছে শেখ মুজিব: এমপি দীপংকর

বাঙালি জাতিকে হাজার বছরের দাসত্ব থেকে মুক্তি দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন মন্তব্য করেছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

শুক্রবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি দীপংকর বলেন, জাতির পিতার জন্ম না হলে হয়তো আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেতাম না। আজ বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, জাহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, সরকারি-বেসরকারি, স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠানে দিনব্যাপী আড়ম্বর আয়োজনে জাতির পিতার জন্মদিন পালন করা হচ্ছে।

Exit mobile version