রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা জমে উঠেছে। রোবার (৯ ফেব্রুয়ারি) ভোর সকাল থেকে রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া হাই স্কুল মাঠে সূর্য দেবের পুজোর মধ্য দিয়ে সূর্যব্রত মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরিচলনা কমিটির ও মেলা আয়োজক কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী,সাধারণ সম্পাদক কনক সাহা এ মেলার ব্যস্থাপনার দায়িত্বে ছিলেন।বাঙ্গালহালিয়া হাই স্কুলের মাঠ জুড়ে মাঘ মাসের মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্য দেবের পুজো দেয়ার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যব্রত মেলার আয়োজন করেন।এই মেলায় বিভিন্ন এলাকা থেকে দোকানিরা মেলায় এসে বাহারি মিষ্টিসহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাধনী, দা-বটি, খোন্তা, কুঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাকসবজি ফলমূলের দোকানে পসরা সাজিয়ে রাখে।এছাড়াও মেলায় শিশু ও বয়জ্যেষ্ঠদের বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলা,আয়োজন করা হয়েছে।কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেলায় আগত হাজার হাজার পাহাড়ী বাঙালীর মিলন মেলায় পরিণত হয়। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান,গণমাধ্যম কর্মী ও মেলা কমিটির সদস্যবৃন্দরা।মেলা আয়োজক কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী জানান সুন্দর সুশৃংখলভাবে এই মেলা চলছে,পাশাপাশি প্রশাসন আমাদের খুবই সহযোগিতা করে যাচ্ছেন।‘
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255