বাঙ্গালহালিয়ায় পাহাড়ি যুবকের হামলায় বাঙালি যুবক আহত

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের বটতলা কলেজ সংলগ্ন এলাকায় মদ্যপান করে এক পাহাড়ি যুবক অতর্কিত হামলা করে একজন বাঙালি যুবককে গুরুতর আহত করেছে বলে জানাগেছে।
আহত সলোইমান (২৫) চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার বাসিন্দা। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাঙালহালিয়া কলেজ এলাকায় মদ্যপান করে পাহাড়ি যুবক উশিংমং মারমা তাকে এলোপাথারী মেরে আহত করে।
পরে স্থানীয়রা আহত সলোইমানকে উদ্ধার করে স্থানীয় ফার্মিসীতে চিকিৎসা করানো হয়। বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর বাঙালহালিয়া ক্যাম্পের সেনা সদস্যরা মিমাংসা করেছে বলে জানাগেছে।
Facebook Comment