parbattanews

বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙ্গামাটি কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ


প্রেস বিজ্ঞপ্তি:

পার্বত্য অঞ্চলে একচেটিয়াভাবে একটি পক্ষকে সকল সুযোগ-সুবিধা প্রদান করে বাঙ্গালীদের অবহেলার পাত্রে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মনির। শনিবার (২৮ জুলাই) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহীম মনির আরো বলেন, বিশ্ববিদ্যালয় ও সকল ক্ষেত্রে উপজাতিদের কোটা দিয়ে এগিয়ে রাখা হলেও কোটার বাইরে রাখার কারণে বঞ্চিত হচ্ছে পার্বত্য বাঙ্গালীরা। তিনি এর সমালোচনা করে অবিলম্বে উপজাতি কোটার পরিবর্তে পার্বত্য কোটা চালু করার জন্য সরকারের
প্রতি অাহবান জানান।

মোটেল জর্জে মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে ছিলেন পার্বত্য নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন
আব্দুল্লাহ আল মোমিন প্রচার সম্পাদক রাঙ্গামাটি জেলা শাখা, মো. জুনায়েদ সাংগঠনিক রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ সভাপতি মো. ফয়েজ আহম্মেদ মোর্শেদ।

পরিশেষে পিবিসিপির রাঙ্গামাটি জেলা শাখার ছাত্রী বিষয়ক সম্পাদিকা হালিমা অাক্তার মোহনার সঞ্চলনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করা হয়।

Exit mobile version