parbattanews

খাগড়াছড়িতে পুলিশের বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায়   খাগড়াছড়ি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে মূল সড়কে উঠার আগেই পুলিশের বাধার মুখে পড়ে।

পরে সেখানে আয়োজিত সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক মাটিরাঙ্গার পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধার নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ সময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি কংচাইরি মাস্টার, ক্ষেত্রমোহন রোয়াজা, মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট আ. মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আ. রব রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভা:) জহির আহমেদ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের মো. সাহেদ হোসেন সুমন, মো. জাহিদুল আলম, মো. সোহরাবসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version