parbattanews

বান্দবানের জামছড়িতে সেনাবাহিনী চিকিৎসা ক্যাম্প

বান্দরবানের রাজবিলা ইউনিয়নের জামছড়িতে অসহায় গরীব মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বান্দরবান সেনা জোন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ‘শানিত ছাব্বিশ’ এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

এসময় আশপাশের এলাকার প্রায় ৩শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সদর জোন কমান্ডার লে.কর্নেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি’র নেতৃত্বে রোগীদের মাঝে চিকিৎসা প্রদান করেন ২৬ বীর এর মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন সানাউললাহ, ক্যাপ্টেন মুমতারিন মুনমুনসহ ৭ফিল্ড এ্যাম্বুলেন্সের মেডিকেল টিম।

চিকিৎসা ক্যাম্প সূত্রে জানা গেছে, শিশু, মহিলা ও প্রসূতি বিষয়ক চিকিৎসা ছাড়াও মেডিসিন এবং বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এছাড়া শিশুদের কৃমিনাশক ট্যাবলেট ও খাবার স্যালাইনও বিতরণ করা হয়।

Exit mobile version