বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ

বান্দরবানকে ১-০ গোলে হারালো চট্টগ্রাম

fec-image

মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলে চলছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০। সোমবার (২০জানুয়ারি) বিকালে নিজেদের মাঠে বান্দরবান একাদশকে ০-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম একাদশ। এর আগে গত শুক্রবার চট্টগ্রামে এই দুই দল ১-১ গোলে ড্র করেছিল।

বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি আয়োজন করে জেলা ক্রিড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। খেলার প্রথম থেকে দুই দল পাল্টা প্রতিযোগিতায় স্টেডিয়ামে আগত দর্শকদের মাতিয়ে রাখেন। প্রথমার্ধে চট্টগ্রাম একাদশের অধিনায়ক ৪নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিটুর গোলে এগিয়ে যায় চট্টগ্রাম একাদশ। দ্বিতীয়ার্ধে বান্দরবান একাদশ গোলের কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। যার কারনে রেফারির শেষ বাশিতে ১-০ গোলে জয়লাভ করে চট্টগ্রাম একাদশ।

এর আগে খেলার শুরুতে দু’দলের খেলোয়াড়দের সাথে কুশলবিনিময় করেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকি প্রমুখ।

খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মো. আলমগীর। তাঁকে সহযোগিতা করেন মইনুল হোসেন, হুমায়ন কবির ও জনি।

চট্টগ্রাম জেলা দলের কোচ মো. শামসুদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামের ছেলেরা পরিকল্পনা মাফিক খেলার কারনে জয়লাভ করেছে। প্রতিপক্ষ বান্দরবান একাদশও ভালো খেলেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন