বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান


জাতীয়করণ করা শিক্ষকদের বকেয়া বেতন পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ দাবি করায় বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৫ মে) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদমে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া বেতন পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ পায় দুদক। পরে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া হয়
অভিযানে সংগ্রহ করা রেকর্ডপত্র ও তথ্য পর্যালোচনা করে দুদকের আভিযানিক টিম পরবর্তীতে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
ঘটনাপ্রবাহ: আলীকদম, দুদক, বান্দরবান
Facebook Comment