বান্দরবানের থানচি উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক চালু
বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনের সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” এই শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ সভা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে উপজেলা চত্বরে সেবা গ্রহীতাদের সুবিধার্থে একটি হেল্প ডেক্সের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের হেল্পডেস্ক এর উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন সভাপতিত্বে উপজেলায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষকে নিয়ে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অনুষ্ঠিত মত বিনিময় সভা ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ২০০ শত জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, সার্বজনীন পেনশন স্কিম সরকারের একটি কল্যাণধর্মী কার্যক্রম। বৃদ্ধকালে এই পেনশন স্কিম গ্রহণকারীগণ প্রতিমাসে নিয়ম মোতাবেক আর্থিক নিশ্চয়তা পাবেন। পরে তিনি পেনশন স্কীম গ্রহণকারীদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করেন।
যে কোনো ব্যক্তি নির্ধারিত কাগজপত্র নিয়ে সার্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন প্রক্রিয়া সম্পাদন করতে পারবেন। তিনি আরো বলেন, এখন থেকে এই হেল্প ডেস্ক এর মাধ্যমে অফিস চলাকালীন সময়ে সাধারণ জনগণ সর্বজনীন পেনশন স্কিম চালু করতে সকল সেবা পাবে আর উপজেলা প্রশাসনের হেল্প ডেক্সের কর্মকর্তা এবং কর্মচারী সাধারণ জনগণকে সর্বজনীন পেনশন স্কিম চালু করতে যাবতীয় সহযোগিতা প্রদান করবে।