parbattanews

বান্দরবানের দুই দাখিল মাদরাসা এমপিওভুক্ত

এমপিওভুক্ত দাখিল মাদরাসার তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে নতুন করে ৩৫৭টি দাখিল মাদরাসার নামের তালিকা প্রকাশ করা হয়। দীর্ঘ অপেক্ষার পর এই তালিকায় সংযুক্ত করা হয়েছে বান্দরবানের দাখিল পর্যায়ের দুটি মাদরাসাকে। একটি নাইক্ষ্যংছড়ি উপজেলায় অপরটি লামা উপজেলায়।

এমপিওভুক্ত মাদরাসাগুলো হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের শাহ নুরুদ্দিন দাখিল মাদরাসা ও লামা উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী মোহাম্মদীয়া দাখিল মাদরাসা।

এদিকে এমপিওভুক্তির ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরকে অভিনন্দন জানিয়েছে সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলম ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার বলেন- ইতোপূর্বে পার্বত্যমন্ত্রী মাদরাসাসমূহ এমপিও ভুক্তির ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে ওয়াদা রক্ষা হয়েছে। এমপিও ভুক্তির ঘোষণায় এলাকায় আনন্দ দেখা দিয়েছে বলে জানান তারা।

Exit mobile version