parbattanews

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলার সবচেয়ে বড় ঈদ জামাত

নাইক্ষ্যংছড়িতে এবারে উপজেলার সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে রাবার শিল্প নগরী বাইশারীতে। এই প্রথম বারের মতো ইউনিয়ন সদরের ১২টি জামে মসজিদের মুসল্লিদের নিয়ে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করছেন বাইশারী ঈদ উদযাপন কমিটির সভাপতি আবদুল
হামিদ।

তিনি বলেন, ঈদ জামাত অনুষ্ঠিত হয় বাইশারী কলেজ মাঠে। এতে ইমামতি করেন জেলার শ্রেষ্ঠ ইমাম মন্জুর। খুতবা পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান ড. মোহাম্মদ ইউনুস। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আলম।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস জানান, উপজেলা পরিষদ জামে মসজিদ ও থানা মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এভাবে উপজেলা ১৬০টি মসজিদে আজ শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নাইক্ষ্যংছড়ির ৫ ইউনিয়নের ধর্মপ্রাণ মুসল্লিরা।

Exit mobile version