বান্দরবানের ভারপ্রাপ্ত পৌর মেয়রের সাথে রাশিয়ার কনস্যুল জেনারেলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদকঃ চট্রগ্রামস্থ রাশিয়ান দুতাবাসের শাখা অফিসের কনস্যুলেন্ট জেনারেল অলেক পি বয়কে বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন সর্ব প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশ রাশিয়ার অকৃত্রিম বন্ধু। স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশকে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিল্প উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছে। এছাড়া বর্তমানে বিদুৎ উৎপাদনে পারমানবিক চুল্লি নির্মানে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার রাতে পৌর কার্যলয়ে ভারপ্রাপ্ত মেয়র মং নুচিং এর সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চট্রগ্রামে রাশিয়া সরকারের বিভিন্ন উন্নয়ন কাছ চলছে। দেশে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী সেপ্টেম্বর- অক্টোবর মাসে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদুত বান্দরবান সফরের সম্ভাবনা রয়েছে। এসময় পৌরবাসীর শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। পৌর কাউন্সিলর দীলিপ বড়ুয়া, দমেচিং, অজিত দাশ, মো. হাবিব প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, চট্রগ্রামস্থ রাশিয়ান দুতাবাসের কনসুল জেনারেল গতকাল মঙ্গলবার সড়ক পথে দু’দিনের সফরে বান্দরবানে আসেন। এর আগে বিকালে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে রাতে বোমাং রাজা প্রকৌশলী উ চ প্রুর সাথে সাক্ষাত করেন। আজ বুধবার জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি চট্রগ্রামে পৌছার কথা রয়েছে।