পরলোক গমন করেছেন বান্দরবানের রাজগুরু ভান্তে জ্ঞানপ্রিয় ভিক্ষু


বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারে সদ্য নবনিযুক্ত উ ঞানাসিরি (জ্ঞানপ্রিয়) মহাথেরো চট্টগ্রাম বেসরকারি হাসপাতালে মহাপ্রয়াণ ঘটেছে।
শনিবার(১১ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় মহাপ্রয়াণ ঘটে বলে তথ্যটি নিশ্চিত করেন কমিটির আহ্বায়ক সদস্য সচিব কেএসমং।
উ পঞাঞাহ জোত মহাথেরো (উচহ্লা ভঅন্তে) মহাপ্রয়াণ হওয়ার ৯০দিনের মধ্যে আবারো মহাপ্রয়াণ ঘটলো। মহাপ্রয়াণের খবর শুনে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জ্ঞানপ্রিয় মহাথেরো গত ৫জুলাই অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য চট্রগামে স্থানান্তর করা হয়। তিনি উচ্চ রক্ত চাপ এবং ডাইবেটিস রোগে ভুগছিলেন।
প্রসঙ্গত, ৮তম উ পঞাহঞা জোত মহাথেরো(উচহ্লা ভান্তে) মহাপ্রয়াণ হওয়ার পর, গত ২৮শে মে ঐতিহ্যবাহি বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারে ৯তম রাজগুরু বিহারে উ ঞানাসিরি (জ্ঞানপ্রিয়) মহাথেরো দায়িত্ব গ্রহণ করেন।