parbattanews

বান্দরবানের রুমায় দুইটি বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলিসহ জেএসএস চাঁদাবাজ আটক

vb 060915 1 copy

স্টাফ রিপোর্টার:

বান্দরবানে একটি একে টুটু বোর রাইফেল, একটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ পার্বত্য জনসংহতি সমিতির দুই চাঁদাবাজ আটক করেছে যৌথবাহিনী। রবিবার ভোর রাতে জেলার রুমা উপজেলার রুমার চর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। বিশ্বস্তু সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।

সূত্র মতে, আটককালে তাদের কাছ থেকে একটি যুক্তরাষ্ট্রের তৈরী একে-২২ বোর রাইফেল, পয়েন্ট ৩২ বোরের যুক্তরাষ্ট্রের তৈরী একটি পিস্তল, ২০ রাউন্ড একে-২২ বোর রাইফেলের গুলি, ৪৯ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাকু, ৪ টি চাঁদা আদায়ের রশিদ বই, ৫ টি মোবাইল, অতিরিক্ত ৭ টি সিম, ৪ টি ডাইরি, ৩ টি নোটবুক ও নগদ ২ লাখ ৯১ টাকা উদ্ধার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, আটক দুই চাঁদাবাজের এক জনের নাম মিহির চাকমা। সে রাঙামাটি জেলার জুড়াছড়ি উপজেলার জালিয়া পাড়া গ্রামের ধনকুমার চাকমার পুত্র। অপর চাঁদাবাজের নাম উক্কাইসিং মারমা। সে স্থানীয় রুমা চর পাড়ার কেউচিং মারমার পুত্র। তারা দুইজনই পার্বত্য জনসংহতি সমিতি মূল দলের সাথে জড়িত বলে আরো জানা গেছে।

রুমা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম পার্বত্যনিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Exit mobile version