parbattanews

বান্দরবানের রুমায় বিজিবি কর্তৃক ১০ টি দেশীয় বন্দুক ও সামরিক সরঞ্জাম উদ্ধার

বিজিবি কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র।

বান্দরবানের রুমায় বিজিবি সন্ত্রাস নির্মূল অভিযানে ১০ টি দেশীয় তৈরি বন্দুক, ১৭০ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি উদ্ধার হয়েছে। এ ছাড়াও একই সময়ে ১ টি এসএমজি’র ম্যাগাজিন, ১ টি পিস্তলের ট্রিগার ম্যাকানিজম গ্রুপ ও উপজাতীয় সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত ২ সেট সামরিক ইউনিফর্ম উদ্ধার করে।

গত ২৮ নভেম্বর ২০২০, সন্ধ্যা ৬ ঘটিকার দিকে বলিপাড়া বিজিবি জোনের একটি বিশেষ টহল দল পরিত্যাক্ত অবস্থায় উক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

সূত্র জানিয়েছেন, বলিপাড়া বিজিবি জোনের আওতাধীন রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের জতুনপাড়া এলাকায় বেশ কয়েকদিন যাবত স্থানীয় কিছু উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনা ও অবস্থান সংক্রান্ত তথ্য জানা যায়।

বিভিন্ন সূত্রে জানা যায়, এসকল সন্ত্রাসীরা উক্ত এলাকার জনসাধারণের নিকট হতে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কার্যত্রুম পরিচালনা করছে। এ অবস্থায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর গত ২৮ নভেম্বর ২০২০, সন্ধ্যা ৬ টার দিকে বলিপাড়া বিজিবি জোনের একটি বিশেষ টহল দল সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

সন্ত্রাসীরা বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে উক্ত এলাকা হতে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত এলাকায় তল্লাশী চালিয়ে জঙ্গলের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় মাটির গর্ত থেকে ১০ টি দেশীয় তৈরি বন্দুক, ১৭০ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি , ১ টি এসএমজি’র ম্যাগাজিন, ১ টি পিস্তলের ট্রিগার ম্যাকানিজম গ্রুপ ও উপজাতীয় সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত ২ সেট সামরিক ইউনিফর্ম উদ্ধার করে।

বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্গম জৈয়তুন পাড়া এলাকার গহীন অরন্যে মিয়ানমারের আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সামরিক শাখার সশস্ত্র সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত অস্ত্র, বিভিন্ন প্রকার গুলি ও অন্যান্য সরঞ্জামাদি রুমা থানায় জমা করা হয়েছে।

Exit mobile version