বান্দরবানের রুমায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
বান্দরবানের রুমায় “ভেবে চিন্তে খাই অপচয় কমায়” এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রুমা উপজেলা প্রশাসন ও বিএনকেএস এর আয়োজনে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ চট্টগ্রাম অঞ্চলের সহযোগিতায় র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির পালিত হয়েছে।
রুমা উপজেলা নির্বাহী অফিসার মারুফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা, সদর ইউনিয়ন চেয়ারম্যান শৈব মং মার্মা, প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লা চিং মার্মা, এনজিও ফোরাম এর প্রতিনিধি মো: ওয়াসিম আকরাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বেশী বেশী গাছ লাগান এবং পরিবেশের ভারসম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলোচনা সভার আগে একটি র্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।