parbattanews

বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ৭২ দোকান ও বসতী পুড়ে ছাই

বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ৭২ দোকান-ও সংযুক্ত বসতীঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার(২৭ জুন) রাত সাড়ে বারোটার দিকে রোয়াংছড়ি বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ এএইচ এম তৌহিদ কবির জানান, বাজারের একটি ব্রয়লারের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ৭২ দোকান ও ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এসব দোকানের মধ্যে সাতটি খাদ্য সামগ্রী মওজুদের গুদাম ছিল।

এদিকে খবর পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এছাড়া সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে লোকজনও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মংশৈনু জানান, বাজারের দেলোয়ার ব্রয়লারের দোকানে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে ছোট বড় ৭২টি দোকান এবং সংযুক্ত ঘর আগুনে পুড়ে গেছে। সাতটি খাদ্য মওজুদের গুদামও পুড়েছে।

Exit mobile version