বান্দরবানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সেনা জোনের মত বিনিময় সভা
বান্দরবানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কাঠ ব্যবসায়ী, সকল পরিবহন মালিক সমিতি এবং বাজার কমিটি নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা করেছে বান্দরবান সেনা জোন।
সোমবার (৩১ আগস্ট) সকালে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার এর নেতৃত্বে আলোচনা সভায় অংশ নেন কাঠ ব্যবসায়ী, সকল পরিবহন মালিক সমিতি এবং বাজার কমিটির নেতৃবৃন্দও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা।
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার বলেন, বান্দরবানে চাঁদাবাজদের শনাক্ত করনের তৎপরতা আমাদের অব্যহত রয়েছে। আপনারা কোন ভয় পাবেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। এছাড়াও তিনি চাঁদাবাজদের তথ্য প্রদানের জন্য সকলের প্রতি সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
ঘটনাপ্রবাহ: বান্দরবানের, মত বিনিময় সভা, সেনা জোনের
Facebook Comment