বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সদস্য নি/হত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ এর কমান্ডারসহ ২ সদস্য নি/হত, ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অভিযান চলমান । আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র এলাকায় গত ৪৮ ঘন্টা ধরে সেনাবাহিনীর অভিযান চলছে। এরই অংশ হিসেবে গতকাল ২ জুলাই রাত ৯ টার দিকে সেনাবাহিনীর ৩৬বীর রুমা জোন সদরের নেতৃত্বে ৩ টি টহল দল প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও যানবাহনসহ রুমা বাজার ক্যাম্প হতে আনুমানিক ২ কি.মি. পূর্বে লাইরুনপি পাড়া টিওবির উদ্দেশ্যে গমন করে।
উক্ত এলাকা থেকে পরবর্তীতে রাতে পূর্ব দিকে আনুমানিক ১০ কি.মি. পাইন্দু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ পলিপ্রাংশা অভিমূখে বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে তথ্য ও প্রাযুক্তিক সহায়তা প্রদানে গোয়েন্দা শাখার একটি দল বিগত ৪৮ ঘন্টা হতে অদ্যাবধি একটানা কাজ করেছে।
এসময় গোয়েন্দা সূত্রগুলো সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। ফলে একই সময়ে মুন্নাম পাড়া ক্যাম্প থেকে আরো একটি ১ টি টহল দল পলিপ্রাংশা অভিমূখে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে পলিপ্রাংশা ও মুয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনীর অভিযানে মুখে টিকতে না পেরে কিছু সন্ত্রাসী পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দুইজন কেএনএ সদস্য নিহত এবং একজন কেএনএ সদস্য গুরুতর আহত হয় মর্মে প্রাথমিকভাবে জানা যায়। নিহত একজন কেএনএ’র মেজর পর্যায়ের কমান্ডার বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
এসময় ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, বিপুল পরিমাণ গুলি, গুলির পাউচ, সামরিক পোশাক, ওয়াকিটকি, মোবাইল ফোন ও বেশ কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত রাইফেলটি ব্যাংক ডাকাতির সময় পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রগুলোর একটি।
উক্ত এলাকায় অভিযান এখনো চলমান রয়েছে।