parbattanews

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় বান্দরবান পৌরসভা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় পূরবী বার্মিজ মার্কেট প্রাঙ্গনে গত ২১ আগস্ট অগ্নিকাণ্ডে বান্দরবান পূরবী বার্মিজ মার্কেটে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপস্থিতিতে এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা সরোয়ার, পৌর মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষ্মী পদ দাশ সহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে পার্বত্য মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ জন ব্যক্তির মাঝে নগদ ৩০ হাজার টাকা ও ৫০ কেজি চাল বিতরণ করেন। পার্বত্যমন্ত্রী বলেন, যার ক্ষতি হয় সে বোঝে ক্ষতির কি যন্ত্রণা। তাই তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে বান্দরবানের সকল মানুষ তথা সর্বস্তরের জনসাধারণ যাতে ভালো থাকে তার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করেন।

Exit mobile version