parbattanews

বান্দরবানে অবৈধ বালু উত্তোলন: মালামালসহ আটক ১

বান্দরবানে মানুষের বসবাসকে ঝু&কিপূর্ণ করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫আগস্ট) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন, পাইপ ও বেশকিছু মজুদকৃত বালু জব্দ করা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলন এর সাথে সম্পৃক্ত থাকায় একজনকে গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমান অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স জানান- অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদর থানার সাব ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাসসহ পুলিশ সদসস্যের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত মালামালসহ একজনকে আটক করা হয়।

তিনি আরো জানান- অবৈধভাবে বালু উত্তোলন পূর্বক যারা পরিবেশ সহ মানুষের বসবাসকে ঝুঁকিপূর্ণ করে তুলছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।

Exit mobile version