parbattanews

বান্দরবানে অবৈধ বালু-পাথর উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন উপজেলার পাহাড়ি ঝিরি-ঝর্ণা থেকে প্রাকৃতিক সম্পদ পাথর ও নদী থেকে বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন শিক্ষার্থী ও নাগরিক সমাজ।

বুধবার (৩জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাহাড় কাটা, বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার এবং ঝিড়ি, ছড়া ঝর্ণা, নদীর পানি প্রবাহ প্রতিবন্ধকতা বন্ধ করার দাবি জানানো হয়।

এসময় বক্তারা আরও বলেন- অবৈধ পাথর ও বালি উত্তোলনের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে পাথর ও বালি উত্তোলন করছে অসাধু চক্র। এর ফলে পরিবেশ বিপর্যয় ঘটছে।

বাঁচলে নদী বাঁচবে দেশ, বাঁচবে প্রিয় বাংলাদেশ এই শ্লোগান নিয়ে আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাংবাদিক ইসলাম মাহমুদ, সদস্য কামাল পাশা, লিটন দাস, বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা, সাধারণ সম্পাদক লেলুং খুমী, মারমা স্টুডেন্টস কাউন্সিলের জেলা সভাপতি উহ্লায়ী মারমা প্রমুখ।

Exit mobile version