বান্দরবানে অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনী শিক্ষা সামগ্রী বিতরণ
বান্দরবানে অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
রবিবার (২৪ নভেম্বর) সকালে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে প্রধান অতিথি থেকে বিনামূল্যে এই শিক্ষা সামগ্রী বিতরণ করেন সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সারোয়ার জাহান তূর্য।
শিক্ষা সামগ্রী বিতরণে জোনাল স্টাফ অফিসার লে. মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগের আবেদন করা ১৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেজর সারোয়ার জাহান তূর্য বলেন, পার্বত্য অঞ্চলে সুশৃঙ্খল প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম প্রতিনিয়ত জারি রেখেছে। শিক্ষা দীক্ষায় পাহাড়ে যেন কেউ পিছিয়ে না থাকে এ লক্ষ্যে কাজ করছে বান্দরবান সেনা জোন। এই শিক্ষা সামগ্রী বিতরণে মধ্যে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তাই ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়ন কার্যক্রম চলমান রাখবে।