parbattanews

বান্দরবানে ইউসিবি ব্যাংক শাখার উদ্বোধন

bandarban-pic-21-11

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১৬৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন।

এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, বান্দরবান চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান লক্ষি পদ দাশ, ব্যাংকের শাখা ম্যানেজার সুদিত কুমার বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, মুনাফা আমাদের লক্ষ্য নয়, প্রত্যান্ত অঞ্চলের জনগনের দৌড় গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ায় আমাদের উদ্দেশ্যে। এ শাখায় ইন্টারনেটের আধুনিকায়ন হওয়ায় গ্রাহকরা ঘরে বসেই ব্যাংক সেবা নিতে পারবেন।

তিনি বলেন, পার্বত্যবাসীর উন্নয়নে সহযোগীতার হাত বাড়াতে এ শাখা উদ্ধোধন করা হয়েছে। দেশের অর্থনেতিক মুক্তির জন্য কাজ করছে ইউসিবি ব্যাংক। দেশের প্রত্যান্ত অঞ্চলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা রয়েছে। জনগনকে জনশক্তিতে রুপান্তিরিত করতে ভূমিকা রাখছে ইউসিবি ব্যাংক।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, এক সময়ের পশ্চাৎপদ বান্দরবান আজ অনেক উন্নত। কিন্তু সেভাবে বান্দরবানে ব্যাংকিং সেবার মান উন্নত হয়নি। অধিক মুনাফার চেয়ে ব্যাংকের মূল উদ্দেশ্য হওয়া উচিত সেবা।

তিনি বলেন, ইউসিবি ব্যাংক সহজ শর্তে ঋণ দিয়ে পার্বত্যাঞ্চলের বাসিন্দাদের আর্থসামাজিক উন্নয়নে সহযোগীতা বাড়াতে এবং সেবাগুলো পাহাড়ের বঞ্চিত মানুষদের দৌড় গোড়ায় পৌঁছে দেবে।

Exit mobile version