parbattanews

বান্দরবানে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক বান্দরবান শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার(১৮ আগস্ট) দুপুরে জেলা শহরের বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে ব্যাংকের সদস্যসহ স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির এক হাজার পাচঁটি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।

এসময় তিনি ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ এই কর্মসূচীর প্রশংসা করেন।

ইসলামী ব্যাংক বান্দরবান শাখার এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ খানে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল হক, বালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাব উদ্দিন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী।

আরডিএ ইনচার্জ মুহাম্মদ বদরুদ্দোজ্জার পরিচালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র ফিল্ড অফিসার মো. আবদুল মালেক দানেশ।

পরে অতিথিবৃন্দ স্কুল আঙ্গিনায় একটি গাছের চারা রোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

Exit mobile version