বান্দরবানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা

fec-image

দীর্ঘ যুগযুগ ধরে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নানা ধর্মীয় ও সামাজিক উৎসব উদযাপিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বান্দরবানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চনুমং মারমা।
আজ সোমবার সকালে মাস্টার গেস্ট হাউজ সভাকক্ষে এক জরুরি সভায় তাকে এই দায়িত্ব দেয়া হয়।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি শনিবার বিকালে উজানীপাড়া উপজাতীয় নবোদয় সংঘ (উনস) হলরুমে এক জরুরি সভায় উৎসব উদযাপন পরিষদের দায়িত্বরত সভাপতি অংচমং মারমা নিজ স্বেচ্ছায় কমিটি থেকে অব্যাহতি নেন। একই দিনে উৎসব উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

এদিকে আসন্ন এপ্রিল মাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান মাহা:সাংগ্রাই পোয়ে: জলকেলী উৎসব উদযাপনকে ঘিরে উদযাপন পরিষদের সভাপতি পদটি শুন্যতা দেখা দেয়। পরে কমিটি সদস্যরা এক জরুরি বৈঠকের আলোচনা সভায় সহ-সভাপতি চনুমং মারমাকে সদস্যদের সিদ্ধান্তনুযায়ী উৎসব উদযাপন পরিষদের সভাপতি পদে নির্বাচিত করা হয় এবং সেদিনে চনুমং মারমা নিজ দ্বায়িত্ব গ্রহন করেন। এসময় পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কার্যনির্বাহী পরিষদের পদে রদলবদল ও শুন্যস্থান পূরণে লক্ষ্যে সহ-সভাপতি পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ১জন ও কার্য নির্বাহী সদস্য পদে ৩ জন সহ ২১ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন