parbattanews

বান্দরবানে এনজিও কর্মী মংশৈসিং মারমার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লামার এনজিও কর্মী মংশৈসিং মারমার মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন

লামায় এনজিও কর্মী অংহ্লাডিং পাড়ার মংশৈসিং মারমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে তা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবি করেছে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইয়াংছা লামা ইউনিয়নের অংহ্লাড়ি পাড়ার জনসাধারণ।

রোববার (৩ নভেম্বর) সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংহ্লাড়ি পাড়ার জনসাধারণের ব্যানারে বান্দরবান প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এ দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা মংশৈসিং মারমার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবি জানায়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাইথোয়াই মারমা, ডলিচিং মার্মা ও লামা উপজেলার ইয়াংছা অংহ্লাড়ি পাড়ার বিভিন্ন জনসাধারণ।

Exit mobile version