parbattanews

বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।শনিবার বিকালে বান্দরবান সদরের বনরুপা পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শাহাজাহান বিটিসিএল অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

নিহতের আত্মীয় মোহাম্মদ ইকবাল বলেন, জ্বর, সর্দি-কাশি, বুকে ব্যথা’সহ বিভিন্ন সমস্যা নিয়ে অসুস্থ ছিলেন। হিলভিউ বেসরকারি হাসপাতালের মাধ্যমেই চিকিৎসা নিয়েছিলেন তিনি।

পরে সদর হাসপাতালে নেয়া হয়। এদিকে হাসপাতালের, দায়িত্বরত চিকিৎসকরা বেশকয়েকটি পরীক্ষার কথা বলেছিলেন। তবে সারাদিন বিদ্যুৎ না থাকায় পরীক্ষা করতে না পারায় পরেরদিন পুনরায় হাসপাতালে নেয়ার কথা বলে বাড়িতে পাঠিয়ে দেন। বিকালেই তিনি মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জসিম উদ্দিন জানান, বনরুপা পাড়ায় একজন রোগী মারা গেছে খবর পেয়েছি। অসুস্থ অবস্থায় সকালে বেশ কয়েকজন রোগী’কে বান্দরবান হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় রোগীদের বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হয়নি।

পরেরদিন হাসপাতালে পরীক্ষার জন্য আসতে বলা হয়েছিল। তবে করোনা উপসর্গ নিয়ে আলাদা কোনো রোগী করোনা ইউনিটে এসেছিলেন কিনা, সেটি জানা নেই।

Exit mobile version