parbattanews

বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু

বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে জাহিদুল ইসলাম নামে এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) ওই শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. জসীম উদ্দিন।

জানা গেছে, জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা দানেশ পাড়ার এক বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বিকালে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জাহিদুল ইসলাম বেশ কিছুদিন ধরে জ্বর, কাশি, গলা ব্যথা, ডায়রিয়াসহ বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে আনা হয়।

এদিকে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন শিশুসহ নতুন আরও চার জন।

এদের মধ্যে রাজবিলা ইউনিয়নের শিশুসহ একই পরিবারের তিনজন এবং অন্যজন দেশের উত্তরাঞ্চলের কর্মস্থল থেকে বান্দরবান ফিরেছেন। সর্বশেষ হিসেবে বর্তমা‌নে জেলায় করোনা রোগীর সংখ্যা ১৭ জনে।

Exit mobile version